বাসস দেশ-৫ : মোহাম্মদ নাসিমের ৭৩ তম জন্মবার্ষিকী কাল

132

বাসস দেশ-৫
নাসিম-জন্মবার্ষিকী
মোহাম্মদ নাসিমের ৭৩ তম জন্মবার্ষিকী কাল
ঢাকা, ১ এপ্রিল, ২০২১ (বাসস) : বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাবেক সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ৭৩ তম জন্মবার্ষিকী আগামীকাল।
মোহাম্মদ নাসিমের জন্মদিন উপলক্ষে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে স্বল্পপরিসরে কবর জিয়ারত, সোবহানবাগ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হবে।
তাঁর ছেলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তানভীর শাকিল জয় এমপি বাবার আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় জন্ম গ্রহণ করেন। তার পিতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং মাতা আমেনা মনসুর। পিতা মনসুর আলী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের মন্ত্রী, স্বাধীন বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন।
মোহাম্মদ নাসিম জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ নাসিম। ২০১৪ সালে তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালের ১২ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে ১৯৯৬ সালের সরকারে তিনি স্বরাষ্ট্র, গৃহায়ণ ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ নাসিম ২০২০ সালের ১৩ জুন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য নেতা-কর্মী, আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বাসস/বিকেডি/১১৪৫/জেহক