বাসস দেশ-৩ : যশোরে পৌর মেয়র পদে হায়দার গণি খান পলাশ জয়ী

106

বাসস দেশ-৩
হায়দার গনি খান
যশোরে পৌর মেয়র পদে হায়দার গণি খান পলাশ জয়ী
যশোর, ১ এপ্রিল, ২০২১ (বাসস) : যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ বিজয়ী হয়েছেন।তিনি পেয়েছেন ৩২ হাজার ৯০২ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মাদ আলী সরদার হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১২৪ ভোট।পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৫৭ ভোট।বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলে।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: হুমায়ুন কবির বুধবার রাত ৮টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোর পৌরসভায় এবার প্রথম ভোট গ্রহণ হয়েছে ইভিএমে। পৌরসভার ৫৫টি কেন্দ্রের ৪৭৯টি বুথে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ৪৭জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারে এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৪৬ হাজার ৫৯৪জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৪৫জন, নারী ভোটার ৭৪ হাজার ৫৪৯জন। নির্বাচনে ৫৩ হাজার ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।এর মধ্যে বাতিল হয়েছে ৩১৩ ভোট ।
সূত্রে আরো জানা যায়,পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সাইদুর রহমান রিপন, ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রাশেদ আব্বাস রাজ, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোকছিমুল বারী অপু, ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জাহিদ হোসেন মিলন, ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রাজিবুল আলম, ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলমগীর কবীর সুমন,৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে শাহেদ হোসেন নয়ন, ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রদীপ কুমার নাথ বাবলু , ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে অ্যাডভোকেট আসাদুজ্জামান বিজয়ী হয়েছেন।এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আইরিন পারভীন ডেইজী,২ নং ওয়ার্ডে নাসিমা আক্তার জলি এবং ৩নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে রোকেয়া পারভীন ডলি নির্বাচিত হয়েছেন।
বাসস/এনডি/সংবাদদাতা/০৯৫০/নূসী