বাসস দেশ-৪৯ : দেশে ৫৩ লাখ ৭০ হাজার ৪৪১ মানুষ করোনা টিকা নিয়েছেন

180

বাসস দেশ-৪৯
টিকা-আপডেট
দেশে ৫৩ লাখ ৭০ হাজার ৪৪১ মানুষ করোনা টিকা নিয়েছেন
ঢাকা, ৩১ মার্চ, ২০২১ (বাসস) : দেশে এ পর্যন্ত ৫৩ লাখ ৭০ হাজার ৪৩১ জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩৩ লাখ ৩৯ হাজার ২৯৮ জন পুরুষ এবং ২০ লাখ ৩১ হাজার ১৩৩ জন নারী রয়েছেন। আর ৬৮ লাখ ২ হাজার ৪৪২ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।
আজ স্বা¯’্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বা¯’্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৫০ হাজার ৭৫২ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ২৯ হাজার ১৫৭ এবং নারী ২১ হাজার ৫৯৫ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৬ লাখ ৬১ হাজার ৫৫৭ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৮ লাখ ৪১ হাজার ৪১৪, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৬০ হাজার ৭৮৪, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৮১ হাজার ১০৪, রাজশাহী বিভাগে ৬ লাখ ১১ হাজার ৯২১, রংপুর বিভাগে ৫ লাখ ৪৭ হাজার ৮৪৮, খুলনা বিভাগে ৬ লাখ ৯৪ হাজার ২০, বরিশাল বিভাগে ২ লাখ ৩৫ হাজার ৫১৮ এবং সিলেট বিভাগে ২ লাখ ৭৭ হাজার ৬৭৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
বাসস/এএসজি/এমএসএইচ/২০৫৫/-কেএমকে