ফুলবাড়ী আন্দোলন ছিল জাতীয় সম্পদ রক্ষার এক সাহসী উদ্যোগ : ওয়ার্কার্স পার্টি

162

ঢাকা, ২৫ আগস্ট, ২০১৮ (বাসস) : ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি ২৬ আগস্ট ‘ফুলবাড়ী’ আন্দোলনকে জাতীয় সম্পদ রক্ষায় জনগণের সাহসী প্রতিরোধের স্মারক হিসাবে উল্লেখ করেছেন।
‘ফুলবাড়ী প্রতিরোধ আন্দোলনের এক যুগ পূতি উপলক্ষে আজ এক বিবৃতিতে তারা বলেন,
২০০৬ সালের এইদিনে বিএনপি-জামায়াত জোট সরকার ‘এশিয়া এনার্জি’ নামে একটি বিদেশী কোম্পানির মাধ্যমে ‘ফুলবাড়ী কয়লা’ প্রকল্পের নামে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ নিয়েছিল। সে সময় ওই এলাকার বাঙালি, আদীবাসী নারী-পুরুষ সহ সকল স্তরের মানুষ এক সাহসী প্রতিরোধ গড়ে তুলেছিল। ওই সময় পুলিশের গুলিতে প্রাণ হারান তারিকুল, আলামিন ও সালেকীন নামের তিন তরুণ এবং আহত হন প্রায় দুই শতাধিক মানুষ।
নেতৃবৃন্দ ‘ফুলবাড়ী’ ছয় দফা চুক্তি বাস্তবায়ন, জাতীয় সম্পদের উপর জনগণের মালিকানা নিশ্চিত করা, জ্বালানি ও খনিজ সম্পদ দেশের কাজে লাগানো এবং জনস্বার্থে জাতীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য আহ্বান জানান।
নেতৃবৃন্দ ‘ফুলবাড়ী দিবসের’ দ্বাদশ বার্ষিকীতে ওই আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধা প্রতিরোধ আন্দোলনের সাহসী জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিবাদন জানান।