বাসস দেশ-৪৩ : করোনা ভাইরাস সংক্রমণরোধে রাঙ্গামাটিতে পর্যটনস্পট বন্ধসহ জেলা প্রশাসনের নির্দেশনা জারি

152

বাসস দেশ-৪৩
পর্যটন- নির্দেশনা
করোনা ভাইরাস সংক্রমণরোধে রাঙ্গামাটিতে পর্যটনস্পট বন্ধসহ জেলা প্রশাসনের নির্দেশনা জারি
রাঙ্গামাটি, ৩১ মার্চ ২০২১ (বাসস): করোনা ভাইরাস সংক্রমণ রোধে রাঙ্গামাটির পর্যটন স্পটগুলো দুইসপ্তাহের জন্য বন্ধের ঘোষণাসহ আজ আরো কিছু বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।
আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মোলনকক্ষে অনুষ্ঠিত কোভিড-১৯ সংক্রমণরোধে করণীয় বিষয়ক জরুরীসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভায় জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জণ ঘোষ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন-সহ পরিবহন মালিক- শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে, প্রতিদিন রাত ৮ টার মধ্যে জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা, গণপরিবহনে অর্ধেক সিট খালি রেখে যাত্রী সেবা প্রদান, হোটেল-মোটেলে অর্ধেক চেয়ার টেবিল তুলে ভোক্তাদের সেবা প্রদান এবং আবাসিক হোটেল বন্ধ রাখা হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৪০/এমকে