বাসস দেশ-৪২ : অমর একুশে বইমেলায় নতুন বই এসেছে ৯৭টি

150

বাসস দেশ-৪২
বই-মেলা
অমর একুশে বইমেলায় নতুন বই এসেছে ৯৭টি
ঢাকা, ৩১ মার্চ, ২০২১ (বাসস) : অমর একুশে বইমেলার ১৪তম দিনে আজ নতুন বই এসেছে ৯৭টি।
আজ মেলা শুরু হয় বেলা ৩ টায় এবং চলে পরিবর্তিত সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত।
আজকের বিষয়ভিত্তিক বইগুলো হলো : গল্প-১৪, উপন্যাস-১৬, প্রবন্ধ-৫, কবিতা-৪১, গবেষণা-১, ছড়া-১,জীবনী-৩, নাটক-৩, বিজ্ঞান-২, ভ্রমণ-১, ইতিহাস-১, চিকিৎসা বা স্বাস্থ্য-১, বঙ্গবন্ধু-৪, অনুবাদ-২ এবং অন্যান্য-২টি বই।
দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে ‘অমর একুশে বইমেলা ২০২১’-এর সময়সূচিতে আজ থেকে পরিবর্তন আনা হয়েছে।
এখন থেকে বইমেলা শুরু হবে বেলা ৩ টায় এবং শেষ হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।
বাসস/সবি/এসএস/১৯৩০/-এমএন