বাসস ক্রীড়া-১৪ : ঢাকা বিভাগের বিপক্ষে শক্ত অবস্থায় সিলেট বিভাগ

181

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-এনসিএল
ঢাকা বিভাগের বিপক্ষে শক্ত অবস্থায় সিলেট বিভাগ
ঢাকা, ৩১ মার্চ ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরে দ্বিতীয় রাউন্ডের প্রথম স্তরের ম্যাচের তৃতীয় দিন শেষে ঢাকা বিভাগের বিপক্ষে শক্ত অবস্থায় রয়েছে সিলেট বিভাগ। দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ২৭৩ রানে এগিয়ে সিলেট।
প্রথম ইনিংসের সিলেটের ৩৭০ রানের জবাবে ২৮০ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ। এতে প্রথম ইনিংস থেকে ৯০ রানের লিড পায় সিলেট। সেই লিডকে সাথে নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৬ উইকেটে ১৮৩ রান করেছে সিলেট।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৩৯ রান করেছিলো ঢাকা। তিন অঙ্কের প্রত্যাশ নিয়ে আজ খেলতে নেমে প্রথম শ্রেনির ক্রিকেটে ১৩তম সেঞ্চুরির স্বাদ নেন শুভাগত। শেষ পর্যন্ত ১১৪ রানে থামেন তিনি। তার ১৩৩ বলের ইনিংসে ১৩টি চার ও ২টি ছক্কা ছিলো। ৩৭ রানে আউট হন সানি।
সিলেট বিভাগের বাঁ-হাতি স্পিনার রাহাতুল ফেরদৌস ৭৫ রানে ৭টি উইকেট নেন।
লিডের স্বাদ নিয়ে দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেনি সিলেট। ১২২ রানে ৬ উইকেট হারায় তারা। তবে এক প্রান্ত আগলে দলকে বড় টার্গেট তুলে নেয়ার পথ তৈরি করেছেন ছয় নম্বরে নামা আসাদউল্লাহ আল গালিব। ১৩৭ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৭৪ রানে অপরাজিত আছেন তিনি। তার সাথে ২৪ রানে অপরাজিত তানজিম হাসান সাকিব।
ঢাকা বিভাগের শুভাগত-সাইফ হাসান ২টি করে উইকেট নিয়েছেন।
বাসস/এএমটি/১৯৩০/স্বব