বাসস দেশ-৩৪ : হেফাজতের তান্ডবের প্রতিবাদে রাঙ্গামাটিতে সাংবাদিকদের মানববন্ধন

93

বাসস দেশ-৩৪
সাংবাদিক-মানববন্ধন
হেফাজতের তান্ডবের প্রতিবাদে রাঙ্গামাটিতে সাংবাদিকদের মানববন্ধন
রাঙ্গামাটি, ৩১ মার্চ, ২০২১ (বাসস) : ব্রাক্ষণবাড়িয়া প্রেস ক্লাবে অগ্নিসংযোগসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হেফাজত ইসলামের তান্ডবের প্রতিবাদে রাঙ্গামাটিতে আজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় কর্মরত সাংবাদিকরা।
বেলা ১১ টায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক নন্দন দেবনাথের পরিচালনায় ও সাংবাদিক সুশীল প্রসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীকে সামনে রেখে পরিকল্পিতভাবে হেফাজত ইসলাম ব্রাক্ষ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলা করেছে, যা অত্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরুপ।
অবিলম্বে দেশ বিরোধী কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে আহবান জানান বক্তারা।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৫০/কেজিএ