বাসস ক্রীড়া-৯ : ব্র্যাথওয়েটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে শ্রীলংকা

109

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-টেস্ট
ব্র্যাথওয়েটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে শ্রীলংকা
অ্যান্টিগা, ৩১ মার্চ, ২০২১ (বাসস) : সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে দাঁড়িয়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। দ্বিতীয় দিন টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ব্র্যাথওয়েটের সেঞ্চুরি ও রাকিম কর্নওয়ালের ৭৩ রানের সুবাদে প্রথম ইনিংসে ৩৫৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে দিন শেষে ৩ উইকেটে ১৩৬ রান করেছে শ্রীলংকা। ৭ উইকেট হাতে নিয়ে ২১৮ রানে পিছিয়ে লংকানরা।
অ্যান্টিগায় প্রথম দিন শেষে ৮৬ ওভারে ৭ উইকেটে ২৮৭ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যাথওয়েট ৯৯ ও কর্নওয়াল ৪৩ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিনের দ্বিতীয় বলে ১ রান নিয়ে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি পূর্ণ করেন ব্র্যাথওয়েট। শেষ পর্যন্ত ৩১১ বলে ১৩টি চারে ১২৬ রান করেন তিনি। বিদায় নেয়ার আগে অষ্টম উইকেটে কর্নওয়ালের সাথে ১০৩ রান যোগ করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৭৩ রানে আউট হন কর্নওয়াল। এই ইনিংসে শ্রীলংকার পেসার সুরাঙ্গা লাকমল ৪টি উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শেষে ব্যাট হাতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলংকা। মাত্র ১ রান করে ফিরেন অধিনায়ক দিমুথ করুনারতেœ। তবে টেস্ট ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরির দেখা পান আরেক ওপেনার লাহিরু থিরিমান্নে। তবে ৫৫ রানে থামেন তিনি। তিন নম্বরে নামা ওশাদা ফার্নান্দো ১৮ রানের বেশি করতে পারেননি।
দিন শেষে দিনেশ চান্ডিমাল ৩৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ রানে অপরাজিত আছেন।
বাসস/এএমটি/১৬৫০/স্বব