জয়ের ধারা অব্যাহত রাখতে চায় রিয়াল মাদ্রিদ

221

মাদ্রিদ, ২৫ আগস্ট ২০১৮ (বাসস/এএফপি) : গেটাফের বিপক্ষে জয় দিয়ে চলতি স্প্যানিশ ফুটবল লিগের মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। আগামীকাল লা-লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে গ্যালাকটিকোরা। এ ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ জিরোনা। বাংলাদেশ সময় রান ২টা ১৫ মিনিট মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়া লা-লিগায় নিজেদের মৌসুম শুরু করে রিয়াল মাদ্রিদ। রোনাল্ডো না থাকাতেও প্রথম ম্যাচে জয় পেতে কোন অসুবিধাই হয়নি রিয়ালের। তবে মাঠের পরিবেশের ব্যাপক প্রভাব পড়েছে রিয়ালের। সান্তিয়াগো বার্ণাব্যু’তে রিয়ালের খেলা মানেই, গ্যালারি ভর্তি দর্শক। অথচ গেটাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদের খেলা দেখতে মাঠে অর্ধেক দর্শকও আসেনি। যা গেল দশ বছরে সান্তিয়াগো বার্ণাব্যু’তে সবচেয়ে কম দর্শক উপস্থিতির রেকর্ড।
তবে এসব নিয়ে চিন্তা করার সময় নেই রিয়ালের খেলোয়াড়, কোচ-স্টাফদের। তাদের কাজ মাঠের নৈপুণ্যে উজ্জ্বল থাকা। প্রথম ম্যাচে তেমনই ছিলো রিয়াল। নিজেদের মাঠে ২-০ গোলে গেটাফেকে বিধ্বস্ত করে তারা। দানি কারভাজাল ও গ্যারেথ বেল গোল দু’টি করেন।
রিয়ালের দ্বিতীয় ম্যাচ জিরোনার মাঠে। এ ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবার উপায় নেই বলে জানিয়ে দিলেন রিয়ালের কোচ জুলিয়ান লোপেতেগুই। তিনি বলেন, ‘মাঠের খেলা নিয়েই আমরা সবচেয়ে বেশি ব্যস্ত। জয়ের জন্যই নিজেদের পরিকল্পনাগুলো সাজাই। যেমনটা ছিলো গেটাফের বিপক্ষে। জিরোনার বিপক্ষেও আমরা জিততে চাই। এজন্য খেলোয়াড়দের আরও ভালো খেলতে হবে। কারন এবারের ম্যাচ জিরোনার মাঠে। তারা সহজেই ছেড়ে দেবে না। প্রথম ম্যাচে রিয়াল ভ্যালাদোলিদকে রুখে দিয়েছে তারা। গোলশুন্য ড্র করেছে। তাদের ম্যাচটি আমি দেখেছি। তাদের খেলা বেশ গোছালো ছিলো। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে হয়।’
দলের খেলোয়াড়দের উপর দৃঢ় বিশ্বাস রয়েছে লোপেতেগুইর। তাই জয়ের ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী তিনি, ‘জিরোনার বিপক্ষে জয়ের ব্যাপারে আমরা বেশ আশাবাদি। কারণ আমাদের দলে সেরা সব খেলোয়াড় রয়েছে। যারা ম্যাচ জেতানোর জন্য সর্বদা তৈরি থাকে। যেমনটা আমরা প্রথম ম্যাচে দেখিছি। আশা করি, জিরোনার বিপক্ষেও আমরা ভালোভাবে জিততে পারবো।’
পক্ষান্তরে আগের ম্যাচে ড্র করে আত্মবিশ্বাস বেড়ে গেছে জিরোনার। তাই রিয়ালের বিপক্ষে অঘটন ঘটানোর আভাস দিয়ে রাখলেন জিরোনার অধিনায়ক অ্যালেক্স গ্রানেল । তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভালো খেলেছি। দ্বিতীয় ম্যাচে ভালো খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। রিয়ালকে চমকে দিতে চাই আমরা। যেহেতু আমাদের মাঠে খেলা, তাই এই সুবিধা কাজে লাগিয়ে ভালো ফল অর্জন করাই আমাদের লক্ষ্য।’