বাসস ক্রীড়া-৭ : এই সময়ের সেরা ব্যাটসম্যান কোহলি : চ্যাপেল

151

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-গ্রেগ চ্যাপেল
এই সময়ের সেরা ব্যাটসম্যান কোহলি : চ্যাপেল
ব্যাঙ্গালুরু, ২৫ আগস্ট ২০১৮ (বাসস/এএফপি) : ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল। ভারতের ব্যাঙ্গালুরুতে একটি টেক্সটাইল ইন্ড্রাস্ট্রি পরিদর্শন শেষে কোহলিকে নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন চ্যাপেল। ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্টবিজ টেস্টে ভারতের পারফরমেন্স নিয়েও কথা বলেন তিনি। চ্যাপেল বলেন, ‘এই যুগের সেরা ব্যাটসম্যান কোহলি। এটি সে নিজেই প্রমাণ করেছে। ব্যাট হাতে দুর্দান্ত গতিতে ছুটছে কোহলি। ভবিষ্যতে সে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে তা বলার অপেক্ষা রাখে না।’
২০১৪ সালের ইংল্যান্ড সফর ছিলো কোহলির জন্য দুঃস্বপ্নে। পাঁচ ম্যাচের দশ ইনিংসে ১৩৪ রান করেন তিনি। ঐ দুঃস্মৃতি নিয়ে গেল মাসে আবারো ইংল্যান্ডের মাটিতে পা রাখেন কোহলি। ভালো করার লক্ষ্য থাকলেও, নিজেকে নিয়ে কিছুটা দোটানায় ছিলেন তিনি। তাই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর ছয় মাস আগ থেকেই কাউন্টিতে খেলার জন্য অস্থির ছিলেন কোহলি। তবে ইনজুরি ও আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ থাকায় কাউন্টিতে খেলা হয়নি কোহলির।
কিন্তু এবারের ইংল্যান্ড সফরে দেখা গেল অন্য এক কোহলিকে। বার্মিংহামে সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই সেঞ্চুরি করে বসলেন তিনি। টেল-এন্ডারদের নিয়ে ব্যাট হাতে রানের দ্যুতি ছড়িয়ে সেঞ্চুরি তুলে নেন রান মেশিন কোহলি। এমনকি ঐ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫১ রানও করেন তিনি। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় ইনিংস খেলতে না পারলেও, ট্রেন্টব্রিজে ৯৭ ও ১০৩ রানের দু’টি ইনিংস খেলে ভারতকে সিরিজে প্রথম জয়ের স্বাদ এনে দেন ভারত দলপতি।
কোহলির এমন দু’টি ইনিংসে মুগ্ধ ভারতের সাবেক কোচ চ্যাপেল। তিনি বলেন, ‘কোহলি যে কতটা দুর্দান্ত ব্যাটসম্যান, তা সে প্রমান করেছে। এই যুগের সেরা, আক্রমনাত্মক ও বিধ্বংসী ব্যাটসম্যানের নাম কোহলি। বিশ্বের যেকোন সেরা বোলারের বিপক্ষে কোহলিই সেরা ব্যাটসম্যান।’
কোহলির অধিনায়কত্বের প্রশংসা করেছেন চ্যাপেল। তিনি বলেন, ‘কোহলির আক্রমণাত্মক অধিনায়কত্বের প্রশংসা করতে হয়। ইংল্যান্ডের কন্ডিশনে প্রথম তিন ম্যাচে দারুণ অধিনায়কত্ব করেছে সে। বিশেষভাগে প্রথম ও তৃতীয় টেস্টে। বোলিং পরিবর্তন ও ফিল্ডিং সেট দারুণভাবে করেছে কোহলি।’
ট্রেন্টব্রিজে ইংল্যান্ডকে ২০৩ রানে হারিয়েছে ভারত। ফলে সিরিজে নিজেদের টিকিয়ে রাখতে পেরেছে টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্ট জয়ের পেছনে কোহলি-রাহানের ১৫৯ রানের জুটিকে বড় করে দেখছেন চ্যাপেল। তিনি বলেন, ‘ট্রেন্টব্রিজ টেস্টের গুরুত্বপূর্ণ সময়ে ১৫৯ রানের মূল্যবান জুটি গড়েন কোহলি ও রাহানে। ঐসময় এই রান না পেলে, ইংল্যান্ডের উপর চাপ সৃষ্টি করার সুযোগ তৈরি করতে পারতো না ভারত।’
এছাড়া ভারতীয় বোলারদের প্রশংসা করেছেন চ্যাপেল। তিনি বলেন, ‘আমি মনে করি, ভারতীয় বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। ধারাবাহিকভাবে লাইন-লেন্থ বজায় রেখেছে এবং ইংলিশ কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে পেরেছে।’
বাসস/এএমটি/১৬৫৫/মোজা/স্বব