বাসস দেশ-৬ : জয়পুরহাটে রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে সভা অনুষ্ঠিত

103

বাসস দেশ-৬
সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে সভা অনুষ্ঠিত
জয়পুরহাট, ৩১ মার্চ, ২০২১ (বাসস) : আসন্ন রমজান মাস উপলক্ষে দুধ, ডিম ও মাংসসহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বুধবার বেলা ১১ টায় এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন ওই সভার আয়োজন করে। জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। আসন্ন রমজান মাসে দুধ, ডিম ও মাংসসহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাহফুজার রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির আহবায়ক গোলাম হক্কানী, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, জেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম, জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মো: নূরুল আমিন, জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধি এম এ করিম প্রমূখ। আসন্ন রমজান মাস উপলক্ষে দুধ, ডিম ও মাংসসহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদার করাসহ কতিপয় গুরুত্বপূর্র্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রাণি সম্পদ বিভাগের তত্বাবধানে শহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ ভাবে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে মর্মে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বাজার মনিটরিং কমিটির সদস্য, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১২৫৮/নূসী