বাসস দেশ-১৯ : রমজানের আগেই ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে : জি.এম কাদের

143

বাসস দেশ-১৯
জাপা-কাদের-সুবর্ণ জয়ন্তী
রমজানের আগেই ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে : জি.এম কাদের
ঢাকা, ৩০ মার্চ, ২০২১ (বাসস) : রমজানের আগেই ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের। তিনি বলেন, অতি মুনাফালোভী ও দুর্নীতিবাজরা নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে তুলেছে। জিনিস পত্রের দাম বেড়েই চলেছে।
আজ বিকেলে যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে জাতীয় পার্টির বছর ব্যাপী সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
জি.এম. কাদের আরো বলেন, সংবিধান সংশোধন করে সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার নামে গণতন্ত্র আজ নানাভাবে প্রশ্নের মুখে পড়েছে । ’ ৯১ সালের পর থেকে দেশে আর গণতন্ত্র নেই। এমন বাস্তবতায় কখনোই উচ্চমানের গণতন্ত্র চর্চা সম্ভব নয়।
তিনি বলেন, দেশের মানুষের আস্থা আর ভালোবাসা নিয়েই আমরা হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বো।
অনুষ্ঠানে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমোদ বাবলু, পার্টির কো-চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায় এবং এস.এম. ফয়সল চিশতী বক্তৃতা করেন।
বাসস/সবি/এমএআর/২০৩০/এবিএইচ