পাবনায় ইছামতি নদী খনন কাজের উদ্বোধন

243

পাবনা, ৩০ মার্চ ২০২১ (বাসস) : জেলায় আজ শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদী খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের হাউজপাড়া এলাকায় প্রধান অতিথি হিসাবে নদী খনন কাজের উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ ও পুলিশ সুপার মহিবুল ইসলাম, পাবনা পৌরসভার মেয়র শরীফউদ্দিন প্রধান, জেলায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইফুল্লাহ ও নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় পাবনার ইছামতি নদী খনন কাজ করা হচ্ছে। প্রথম পর্যায়ে প্রায় নয়কোটি টাকা ব্যয়ে সাত দশমিক ৬৭ কিলোমিটার নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খনন করা হবে।