বাসস ক্রীড়া-১১ : প্রথম ইনিংসে চট্টগ্রামের ৪০২ রানের জবাব দিচ্ছে ঢাকা মেট্রো

143

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-এনসিএল
প্রথম ইনিংসে চট্টগ্রামের ৪০২ রানের জবাব দিচ্ছে ঢাকা মেট্রো
ঢাকা, ৩০ মার্চ ২০২১ (বাসস) : পিনাক ঘোষের ১৫৯ রানের কল্যাণে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে ৮ উইকেটে ৪০২ রান করে প্রথম ইনিংস ঘোষনা করে চট্টগ্রাম বিভাগ। জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান করেছে ঢাকা মেট্রো। ৭ উইকেট হাতে নিয়ে এখনো ২৭০ রানে পিছিয়ে ঢাকা মেট্রো।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে পিনাকের অপরাজিত ১৩৭ রানের সুবাদে ৪ উইকেটে ২৮১ রান করেছিলো চট্টগ্রাম।
আজ দ্বিতীয় দিন ১৫৯ রানে থামেন পিনাক। ৩০২ বল খেলে ১৪টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ৩২ রান নিয়ে দিন শুরু করা শাহাদাত হোসেন ৫৩ রানে ফিরেন। ঢাকা মেট্রোর আরাফাত সানি ১২০ রানে ৩ উইকেট নেন।
নিজেদের প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি ঢাকা মেট্রোর। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় তারা। ৮ রান করে ফিরেন ওপেনার আজমির আহমেদ।
এরপর ১১৮ রানের জুটি গড়েন আরেক ওপেনার জাবিদ হোসেন ও শামসুর রহমান। শাসমুর ৬৮ রানে থামলেও, দিন শেষে ৪৬ রানে অপরাজিত আছেন জাবিদ। ২ রান করে ফিরেছেন অধিনায়ক মার্শাল আইয়ুব।
বাসস/এএমটি/১৯০০/স্বব