বাসস ক্রীড়া-৭ : সেঞ্চুরির অপেক্ষা নিয়ে প্রথম দিন শেষ করলেন ব্র্যাথওয়েট

164

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-টেস্ট
সেঞ্চুরির অপেক্ষা নিয়ে প্রথম দিন শেষ করলেন ব্র্যাথওয়েট
অ্যান্টিগা, ৩০ মার্চ ২০২১ (বাসস) : সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে দাঁড়িয়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।
ব্রাথওয়েটের অপরাজিত ৯৯ রানের সুবাদে ৮৬ ওভারে ৭ উইকেটে ২৮৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
গতরাত থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে বোলিং এ নামে শ্রীলংকা। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ১৫ রানে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা। এরপর তৃতীয় উইকেটে তৃতীয় উইকেটে এনক্রুমার বোনারকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন ব্র্যাথওয়েট।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বোনার ৪৯ রানে আউট হন। এরপর জার্মেই ব্ল্যাকউড ১৮, জেসন হোল্ডার ৩০, উইকেটরক্ষক জসুয়া ডা সিলভা ১ ও আলজারি জোসেফ ২৯ রান করে দ্রুত ফিরেন। এতে ২২২ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
অষ্টম উইকেটে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম দিন শেষ করেন ব্র্র্যথওয়েট ও রাকিম কর্নওয়াল। টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দিন শেষ করা ব্রাথওয়েট ২৩৯ বল খেলে ১১টি চার মারেন । ৫৪ বলে ৪৩ রান করে অপরাজিত আছেন কর্নওয়াল। শ্রীলংকার পেসার সুরাঙ্গা লাকমল ৩টি উইকেট নেন।
সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।
বাসস/এএমটি/১৮০৫/স্বব