বাসস ক্রীড়া-১ : টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

113

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-দ্বিতীয় টি-টুয়েন্টি
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
নেপিয়ার, ৩০ মার্চ ২০২১ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই সফরে প্রথমবারের মত টস ভাগ্যে জিতলো বাংলাদেশ।
একাদশে একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদের। কাঁধের ইনজুরির কারনে এ ম্যাচেও নেই মুশফিকুর রহিম।
নিউজিল্যান্ড একাদশেও একটি পরিবর্তন হয়েছে। পেসার লোকি ফার্গুসনের জায়গায় সুযোগ হয়েছে আরেক পেসার অ্যাডাম মিলনের।
প্রথম টি-টুয়েন্টিতে ৬৬ রানে জিতেছিলো নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ : টিম সাউদি (অধিনায়ক), মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, ইশ সোধি, হামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।
বাসস/এএমটি/১২২৫/স্বব