নড়াইলে সাংবাদিকতা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

198

নড়াইল, ২৯ মার্চ ২০২১ (বাসস) : জেলায় প্রেস ইনিষ্টিটিউট বাাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মোবাইল এবং শিশু ও নারী সাংবাদিকতা বিষয়ক রিপোর্টিং’ শীর্ষক তিনদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষন কর্মশালা আজ সম্পন্ন হয়েছে।
আজ সোমবার বিকালে নড়াইল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনিষ্টিটিউট বাাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফকরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু ও সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু প্রমূখ।
আলোচনাসভা শেষে অংশগ্রহনকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
এ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।