বাসস দেশ-২৩ : সরকার আপাতত সাধারণ ছুটির চিন্তা করছে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

147

বাসস দেশ-২৩
ফরহাদ-বক্তব্য
সরকার আপাতত সাধারণ ছুটির চিন্তা করছে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ঢাকা, ২৯ মার্চ, ২০২১ (বাসস) : করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার আপাতত সাধারণ ছুটির চিন্তা করছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়ার পর সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
সাধারণ ছুটি দেওয়ার কোনো চিন্তা-ভাবনা সরকারের আছে কিনা- জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, ‘এ পর্যন্ত আমাদের এ রকমের কোনো সিদ্ধান্ত নেই, এ ব্যাপারে এ পর্যন্ত কোনো আলোচনা হয়নি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা কাজ করেছি, সাংবাদিকরা মাঠে ছিলেন, অনেকে আক্রান্ত হয়েছেন। অনেকে সতর্ক থাকায় এখন পর্যন্ত ভালো আছেন। সেক্ষেত্রে আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখন পর্যন্ত সাধারণ ছুটি বা ওই ধরনের চিন্তা-ভাবনা নেই। তবে আমরা সতর্ক হলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো।
বাসস/বিকেডি/১৭৩৭/কেএমকে