পম্পেওর উ. কোরিয়া সফর বাতিল করল ট্রাম্প

183

ওয়াশিংটন, ২৫ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মাইক পম্পেওর আসন্ন সফর বাতিল করেছেন।
উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ বিষয়ে চীনের পদক্ষেপের সমালোচনা করতে গিয়ে তিনি এই সফর বাতিলের ঘোষণা দেন। খবর এএফপি’র।
এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আমি মনে করি কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে আমরা এখনও প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে পারিনি, তাই আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে উত্তর কোরিয়া সফরে যেতে নিষেধ করেছি।
তিনি আরো বলেন, তাছাড়া চীনের সঙ্গে আমাদের কঠোর বাণিজ্যিক অবস্থানের কারণে আমি বিশ্বাস করি না যে, চীন পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় আমাদের সাহায্য করবে।