বাসস দশে-৩৬ : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনারী কেয়ার ইউনিট চালু

91

বাসস দেশ-৩৬
করোনারী ইউনিট-সাতক্ষীরা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনারী কেয়ার ইউনিট চালু
সাতক্ষীরা, ২৮ মার্চ ২০২১ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারী কেয়ার ইউনিট উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২ টায় মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয়তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে অতিথির হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক।
এ সময় ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ইউনিটের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, জেলার সিভিল সার্জন ডা. হোসাইন শাফায়েত, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সনজয় কুমার সরকার প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৩৫/এমকে