বাসস ক্রীড়া-১৬ : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ফুটবল : দ্বিতীয় দিন ওয়াক ওভার পেল সেনাবাহিনী, নেত্রকোনা-খুলনার ম্যাচ ড্র

97

বাসস ক্রীড়া-১৬
বঙ্গবন্ধু-ফুটবল
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ফুটবল : দ্বিতীয় দিন ওয়াক ওভার পেল সেনাবাহিনী, নেত্রকোনা-খুলনার ম্যাচ ড্র
কুমিল্লা (দক্ষিণ), ২৮ মার্চ, ২০২১, (বাসস)বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০’র পুরুষ ফুটবলে দ্বিতীয় দিনে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। নেত্রকোনা ও খুলনার মধ্যকার দিনের প্রথম ম্যাচটি ১/১ গোলে ড্র হয়। দিনের দ্বিতীয় ম্যাচে পাবনা জেলা দল অনুপিস্থিত থাকায় ওয়াক ওভার পায় বাংলাদেশ সেনাবাহিনী দল।
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনা জেলা ১-১ গোলে নেত্রকোনা জেলার সঙ্গে ড্র করে। নেত্রকোনা জেলা দলের পক্ষে ম্যাচের ৭৪ মিনিটে প্রথম গোলটি করেন অমিত হাসান। এরপর মো: রনি ম্যাচের শেষ দিকে গোল করে খুলনাকে সমতায় ফেরান। দিনের দ্বিতীয় ম্যাচে পাবনা জেলা দল অনুপিস্থিত থাকায় ওয়াক ওভার পায় বাংলাদেশ সেনাবাহিনী দল।
বাসস/সংবাদদাতা/১৯২০/স্বব