বাসস ক্রীড়া-১৩ : ম্যাচের পার্থক্য গড়েছেন সোধি : আফিফ

219

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-আফিফ
ম্যাচের পার্থক্য গড়েছেন সোধি : আফিফ
ঢাকা, ২৮ মার্চ, ২০২১ (বাসস) : নিউজিল্যান্ড লেগ-স্পিনার ইশ সোধি সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে পার্থক্য গড়ে দিয়েছেন বলে মনে করেন বাংলাদেশের তরুন খেলোয়াড় আফিফ হোসেন। ৬৬ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
ম্যাচে ২৮ রানে ৪ উইকেট নেন সোধি। এতে ৮ উইকেটে ১৪৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২১০ রান করে নিউজিল্যান্ড। বাংলাদেশের মিডল-অর্ডারে ধস নামান সোধি। একই ওভারে মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের উইকেট শিকার করেন সোধি। পরের ওভারে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে ১১ রানে থামান তিনি। আর সেখানেই বাংলাদেশের ম্যাচ জয়ের আশা শেষ হয়ে যায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া একটি রেকর্ড করা ভিডিও বার্তায় আজ আফিফ বলেন, ‘এক ওভারে দুই উইকেট নিয়ে আমাদের ম্যাচ থেকে ছিটকে ফেলে সোধি। এটিই বড় পার্থক্য গড়েছে। এরপর সে পরপর উইকেট শিকার করেছে। অন্য বোলারকে টার্গেট করে, তাকে সাবধানে খেলাই আমাদের প্রধান পরিকল্পনা ছিলো। কিন্তু আমরা পরিকল্পনা ঠিকমত কাজে লাগাতে পারিনি।’
দ্রুত উইকেট না হারালে মাঠের সীমানা বড় না হওয়ায় তারা লক্ষে পৌঁছা সম্ভব ছিল মনে করছেন আফিফ।
আফিফ বলেন, ‘যেহেতু মাঠের সীমানা ছোট ছিল তাই আমি মনে করি এই টার্গেট তাড়া করা যেতো। ব্যাটিংএর জন্য উইকেট যথেষ্ট ভালো ছিল। মাঠের ছোট দিকটি ভালভাবে কাজে লাগাতে পারায়, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা সফল হয়েছে। আমরা যদি পরপর উইকেট না হারাতাম, তবে আমরা অবশ্যই লক্ষ্য তাড়া করতে পারতাম।’
দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন আফিফ। ম্যাচ হারলেও, এ ম্যাচ থেকে বেশ কিছু ইতিবাচক দিক পাওয়া গিয়েছে বলে মনে করেন তিনি। যা পরের ম্যাচ জিততে কাজে দিবে।
তিনি বলেন, ‘ এই সফরে আসার পর প্রথমবারের মত কোন ম্যাচ খেলার সুযোগ পেয়েছি আমি এবং ক্রিজে বেশ কিছু সময় কাটিয়েছি। এজন্য আমি খুশি এবং আশা করি এটি পরের ম্যাচগুলোতে আমাকে সহায়তা করবে।’
আফিফ আরও বলেন, ‘আমরা দারুনভাবে ম্যাচটি শুরু করেছিলাম। নাইম শেখ আমাদের ভালো শুরু এনে দিয়েছিলেন। ম্যাচে আমাদের দু’জন অভিষেক হয়েছে। নাসুম ভালো বোলিং করেছে। আমাদের কিছু ইতিবাচক বিষয় ছিল, আমি আশা করি, পরবর্তী ম্যাচগুলোতে তা আমাদের সহায়তা করবে।’
বাসস/এএমটি/১৮৩৫/স্বব