বাসস ক্রীড়া-২ : জাপানের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো এশিয়ান গেমসের সাঁতার

130

বাসস ক্রীড়া-২
এশিয়ান গেমস-সাঁতার
জাপানের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো এশিয়ান গেমসের সাঁতার
জাকার্তা, ২৫ আগস্ট ২০১৮ (বাসস) : চায়নাকে পেছনে ফেলে এশিয়ান গেমসের সাঁতারের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জাপান। ১৯টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ সর্বমোট ৫২টি পদক নিয়ে সাঁতারের পদক তালিকায় শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে জাপান।
অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা চায়না অর্জণ করেছে ১৯টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ। তৃতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের অর্জন ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ।
সাঁতারে সর্বমোট ৪১টি স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। শুক্রবার এশিয়ান গেমসের শেষ দিনে দুটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জয় করে জাপান শ্রেষ্ঠত্ব দেখায়।
জাপানের এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৮ বছর বয়সী ইকে রিকাকো। নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইলে শেষ দিনে ২৪.৫৩ সেকেন্ড সময় নিয়ে নতুন গেমস রেকর্ড করে রিকাকো স্বর্ণ জয় করেন। এর মাধ্যমে জাপানীজ এই তরুনী সর্বমোট ৬টি স্বর্ণ ও দুটি রোপ্য পদক জয় করে সাঁতারের পুলে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। একইসাথে ‘সুপার সুইমার’ তকমাটি নিয়েই রিকাকো দেশে ফিরে যাচ্ছেন।
৪১টি পদকের লড়াইয়ে স্বাগতিক ইন্দোনেশিয়া কোন পদক জয় করতে পারেননি।
বাসস/এএসজি/নীহা/১১২০/এএমটি