বাসস বিদেশ-৪ : মিয়ানমারে নিরস্ত্র জনগণের ওপর সশস্ত্র হামলায় বিভিন্ন দেশের সেনা প্রধানের নিন্দা

92

বাসস বিদেশ-৪
মিয়ানমার – সামরিক প্রতিক্রিয়া
মিয়ানমারে নিরস্ত্র জনগণের ওপর সশস্ত্র হামলায় বিভিন্ন দেশের সেনা প্রধানের নিন্দা
ওয়াশিংটন, ২৮ মার্চ, ২০২১(বাসস ডেস্ক) : বিশ্বের বেশকিছু দেশের সেনাপ্রধান মিয়ানমারে নিরস্ত্র জনগণের ওপর প্রাণঘাতি শক্তির ব্যবহারের নিন্দা জানিয়েছেন। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বেশ কিছু দেশ।
শনিবার মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর প্রচন্ড দমনপীড়ন চালায় এবং এ দিন অন্তত ৯০ জন বিক্ষোভকারি নিহত হয়। সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর একদিনে এটি সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। এর পরপরই এসব দেশের সেনা প্রধানগণ এক যৌথ বিবৃতিতে মিয়ানমারে প্রাণঘাতি এসব হামলার নিন্দা জানান।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, পেশাদার সামরিক বাহিনীর আচরণ আন্তর্জাতিক মানের হয় এবং তারা জনগণের ক্ষতি না করে বরং রক্ষার দায়িত্ব নেয়।
এতে আরো বলা হয়, আমরা মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রতি কাজের মাধ্যমে মিয়ানমারের জনগণের শ্রদ্ধা ও বিশ্বাসযোগ্যতা পুনরায় অর্জনের আহ্বান জানাচ্ছি।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো অষ্ট্রেলিয়া, কানাডা, জার্মানী, গ্রিস, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড।
বাসস/জুনা/১৩০৫/অমি