বাসস দেশ-৫২ : দিল্লীর উদ্দেশ্যে মোদীর ঢাকা ত্যাগ

103

বাসস দেশ-৫২
মোদীর-ঢাকা-ত্যাগ
দিল্লীর উদ্দেশ্যে মোদীর ঢাকা ত্যাগ
ঢাকা, ২৭ মার্চ ২০২১ (বাসস) : বাংলাদেশের স্বাধীনতার সুবর্র্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে অংশ নিয়ে দুই দিনের সরকারী সফর শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বাসসকে জানান, এয়ার ইন্ডিয়ার একটি ভিভিআইপি ফ্লাইট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
পররাষ্ট্রন্ত্রী ড.একে আব্দুল মোমেন বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে বিদায় জানান বলেও এই কর্মকর্তা উল্লেখ করেন।
বাংলাদেশের দুই উৎসব উদযাপনে অংশ গ্রহনকারি মোদীই শেষ এবং পঞ্চম বিশ^নেতা।
সফরকালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদেও সঙ্গে সাক্ষাৎ করেন।
নরেন্দ্র মোদী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান । তিনি যশোরেশ্বরী মন্দির এবং ওরাকান্দির মতুয়া মন্দিরও পরিদর্শন করেন।
বাসস/এএইচজে/অনু-এফএন/০০৩০/এবিএইচ