বাসস দেশ-৪৬ : বৈষম্যহীন সমাজ গড়তে জাতীয় পার্টি রাজনীতি করছে : জি.এম.কাদের

251

বাসস দেশ-৪৬
জাপা-যোগদান
বৈষম্যহীন সমাজ গড়তে জাতীয় পার্টি রাজনীতি করছে : জি.এম.কাদের
ঢাকা, ২৭ মার্চ, ২০২১ (বাসস) : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও বৈষম্যহীন সমাজ গড়তে জাতীয় পার্টি রাজনীতি করছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু বৈষ্যম্য থেকে এখনও মুক্তি পাইনি।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে ডা.মো. জহিরুল ইসলামের নেতৃত্বে কিছু সংখ্যক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান কররতে আসলে তিনি তাদের উদ্দেশে এসব কথা বলেন।
জি.এম.কাদের বলেন, ‘স্বাধীনতার পূর্বে পশ্চিম পাকিস্তানীরা আমাদের স্বাথে বৈষম্য সৃষ্টি করেছিলো। তখন স্বাধীকার থেকে স্বাধীনতা সংগ্রাম সৃষ্টি হয়েছে। সুবর্ণজয়ন্তী মূল্যায়ন করলে দেখা যায়, স্বাধীনতার স্বপ্ন এখনও পূরণ হয়নি।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু , প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, কেন্দ্রীয় সদস্য মো. আবুল হোসেন, ফারিন হাসান, মিথিলা রোয়াজা প্রমুখ।
বাসস/সবি/এমএআর/২০৫০/-এমএন