বাসস দেশ-৩৮ : রমনা কালী মন্দিরে গণহত্যায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন

105

বাসস দেশ-৩৮
গণহত্যা-নিহত-শ্রদ্ধা
রমনা কালী মন্দিরে গণহত্যায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন
ঢাকা, ২৭ মার্চ, ২০২১ (বাসস) : রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রমে গণহত্যায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। আজ শনিবার মন্দির প্রাঙ্গণে নির্মিত স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ দিনটি স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভারও আয়োজন করে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা পরিষদের সদস্য চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা। এতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, কৃষক লীগের সহ সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, অভিনেত্রী দীপাবলী দীপা প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৬ মার্চ গভীর রাতে ঘুমন্ত অবস্থায় পাকিস্তানী হানাদার বাহিনীরা রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রমে হামলা করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে পুরোহিতসহ ১০১ জনকে হত্যা করে। গানপাউডার দিয়ে পুরো মন্দিরটি জ¦ালিয়ে দেওয়া হয়।
বাসস/সবি/বিকেডি/১৯২০/-এমএন