বাসস ক্রীড়া-১২ : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ফুটবল: প্রথম দিন জয় পেয়েছে সাতক্ষীরা ও রংপুর

99

বাসস ক্রীড়া-১২
ফুটবল-বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ফুটবল: প্রথম দিন জয় পেয়েছে সাতক্ষীরা ও রংপুর
ঢাকা, ২৭মার্চ, ২০২১ (বাসস): বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০’র পুরুষ ফুটবলে প্রথম দিন জয়ে পেয়েছে সাতক্ষীরা ও রংপুর জেলা দল। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সাতক্ষীরা জেলা দল ৩-০ গোলে স্বাগতিক কুমিল্লা জেলা দলকে পরাজিত করে। সাতক্ষীরা জেলা দলের পক্ষে ১টি করে গোল করেন সুমন, জাকির, মহানন্দ।
দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ রংপুর জেলা দল ২-১ গোলে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে(বিকেএসপি) পরাজিত করেছে। ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষন পর ম্যাচের ৫৬ মিনিটে মো: নুরুজ্জামান প্রথম গোল করে রংপুর জেলা দলকে এগিয়ে দেন(১-০)। উত্তর জনপদের দলটি এগিয়ে যাওয়ার কিছুক্ষন পরই ম্যাচের ৬৫ মিনিটে গোল করে বিকেএসপিকে সমতায় ফেরান মো: আরমান(১-১)।
এমন অবস্থায় ম্যাচটি যখন নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছিলো তখনই রংপুরকে আনন্দে ভাসান মো: মমিনুর রহমান। অতিরিক্ত সময়ে(৯৪ মিনিটে ) রংপুরের পক্ষে জয়সুচক গোলটি করেন মমিন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর জেলা দল।
এর আগে আজ শনিবার বেলা দেড়টায় বেলুন উড়িয়ে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো: কামরুল হাসান।বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) ব্যবস্থাপনায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক সদস্য ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য আবদুল ওয়াদুদ পিন্টু, পুলিশ সুপার ফারূক আহএমদ পিপিএম (বার), ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার। সভা পরিচালনা করেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য দেলোয়ার হোসেন জাকির।
বাসস/সংবাদদাতা/স্বব