মেহেরপুরে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে র‌্যালি আলোচনা

192

মেহেরপুর, ২৭ মার্চ, ২০২১ (বাসস) : ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা করেছে জেলা প্রশাসন। আজ শনিবার ১০ টার দিকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১১ টার দিকে শহীদ ড. সামসুজ্জোহা পার্কে মফিজুর রহমান মুক্ত মঞ্চে’ ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শিরোনামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ভার্চুয়াল জুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পিপি এ্যাড. পল্লব ভট্টাচার্য, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড ইব্রাহিম শাহিন, মেহেরপুর সরকারি কলেজের সাবেক উপাধাক্ষ্য হাসানুজ্জামান মালেক প্রমুখ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শিরোনামে সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠান ৩৫টি স্টল দিয়েছেন।
র‌্যালিতে মেহেরপুর জেলার সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শেণিী পেশার মানুষ অংশগ্রহণ করে।