বাসস দেশ-৩৫ : বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত

477

বাসস দেশ-৩৫
বায়তুল মোকাররম- সংঘর্ষ
বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত
ঢাকা, ২৬ মার্চ, ২০২১ (বাসস) : বায়তুল মোকাররমের সামনে দুই গ্রুপ মুসল্লির সংঘর্ষের ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। এ সময় মসজিদের উত্তর গেইটের সামনে রাস্তার পাশে বিক্ষুদ্ধ মুসল্লিরা দুটি মোটর সাইকেলে আগুন দেয়।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো: নুরুল ইসলাম বাসসকে জানান, শুক্রবার জুম্মার নামাজের পর মুসল্লিদের এক গ্রুপ অপর গ্রুপের ওপর অর্তকিত হামলা করে। এসময় সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তারা পুলিশের উপর চড়াও হয়। বিক্ষুদ্ধ মুসল্লিরা পুলিশের ওপর হামলা চালায় এবং তাদের লক্ষ্য করে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বাসসের সংবাদদাতা জানান,আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ ব্যক্তি বাসায় ফিরে গেছেন। গুরুতর আহত দু’জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন- সাংবাদিক ইশতিয়াক ইমন (৩০), টুটুল (৩৯), দিদার (৪০), আরিফ (৩২), আজিজ (৪০), তারেক (২৫), শাকিল (৪৫), মুরাদ (৩৫), সোহেল (৩০), নজরুল ইসলাম (৪৬), চঞ্চল (৩৪), খায়রুল (৩৬), রিয়াদ (৩৫), আরিফ (৪৫), ইমন (৩২), জীবন (৪০), কলিমুল্লাহ (৩০), মাইদুল (২৯), গাজী মাজারুল (৫০), রুবেল মাতাব্বর (৩১), ইমন খান (৩৮), সোহেল (২৩), লিমন (৩৮), আসাদুল (৩০), নিয়ামুল ইসলাম (২৩), সোহেল (২৯), আনোয়ার হোসেন (৪২), দুলাল হোসেন (৪০) ও মনির (২৪)। এ ঘটনায় আহত হোসেন আহমেদ মিঠুর (৩৪)অবস্থা গুরুতর।
বাসস’র মেডিকেল সংবাদদাতা পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়ার উদ্ধৃতি দিয়ে জানান, বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। হাসপাতালে দু’জন ভর্তি রয়েছেন। তাদের অবস্থা গুরুতর।
বাসস/এএসজি/এমএমবি/এফএইচ/১৯৪৫/এবিএইচ