বাসস দেশ-৬৩ : দেশে ৫১ লাখ ৩৯ হাজার ৪৫৬ মানুষ করোনা টিকা নিয়েছেন

242

বাসস দেশ-৬৩
টিকা-আপডেট
দেশে ৫১ লাখ ৩৯ হাজার ৪৫৬ মানুষ করোনা টিকা নিয়েছেন
ঢাকা, ২৫ মার্চ, ২০২১ (বাসস) : দেশে এ পর্যন্ত ৫১ লাখ ৩৯ হাজার ৪৫৬ জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩২ লাখ ৯ হাজার ৫৭ জন পুরুষ এবং ১৯ লাখ ৩০ হাজার ৩৯৯ জন নারী রয়েছেন। আর ৬৫ লাখ ৩৬ হাজার ২৭৩ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৭০ হাজার ৪০৭ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪০ হাজার ৬৩ এবং নারী ৩০ হাজার ৩৪৪ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৬ লাখ ৮২১ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৮ লাখ ১২ হাজার ৫১, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৪০ হাজার ৫৪২, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৪০ হাজার ৭৯৫, রাজশাহী বিভাগে ৫ লাখ ৭৮ হাজার ১৪৭, রংপুর বিভাগে ৫ লাখ ২২ হাজার ৩৪, খুলনা বিভাগে ৬ লাখ ৬৩ হাজার ৯৫, বরিশাল বিভাগে ২ লাখ ২৯ হাজার ৬১৯ এবং সিলেট বিভাগে ২ লাখ ৬৪ হাজার ৪০৩ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
বাসস/এএসজি/এমএসএইচ/২১৪৫/-আরজি