বাসস দেশ-৫৩ : নাটোরে করোনা সংক্রমণ প্রতিরোধে ২৭ জনকে জরিমানা

134

বাসস দেশ-৫৩
করোনা-জরিমানা
নাটোরে করোনা সংক্রমণ প্রতিরোধে ২৭ জনকে জরিমানা
নাটোর, ২৫ মার্চ, ২০২১ (বাসস) : করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি না মানায় নাটোরে ২৭ জনকে মোট ৫ হাজার ২০০ টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুন জানান, শহরের ভবানীগঞ্জ, মাদ্রাসা মোড় ও নীচাবাজার এলাকায় পরিচালিত অভিযানে মাস্ক ব্যবহার না করায় দন্ডবিধির ২৬৯ ধারায় আটটি মামলা দায়েরের মাধ্যমে ২৭ জনকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। অভিযুক্তরা জরিমানার অর্থ প্রদান করে দায় থেকে অব্যাহতি পান। অভিযানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়াজ বাসস’কে জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জেলা প্রশাসন পদক্ষেপ গ্রহণ করেছে। সমগ্র জেলায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।
বাসস/এনডি/সংবাদদাতা/২০১৬/কেজিএ