বাসস দেশ-৫২ : শ্রমবাজারে বাংলাদেশি কর্মিদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দিতে জার্মানের আগ্রহ প্রকাশ

93

বাসস দেশ-৫২
ইমরান-জার্মান রাষ্ট্রদূত
শ্রমবাজারে বাংলাদেশি কর্মিদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দিতে জার্মানের আগ্রহ প্রকাশ
ঢাকা, ২৫ মার্চ, ২০২১ (বাসস) : আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মিদের দক্ষতা বৃদ্ধি ও দক্ষ কর্মি প্রেরণের লক্ষ্যে কারিগরি সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে জার্মান।
আজ প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে এক বৈঠকে জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্ভজ এই আগ্রহের কথা জানান।
বৈঠকে দ্বিপাক্ষিক অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মো. শামসুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএআর/২০১৫/এএএ