বাসস ক্রীড়া-৯ : অপুর বিধ্বংসী বোলিংয়ে জয় দিয়ে শুরু ঢাকা বিভাগের

105

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-এনসিএল
অপুর বিধ্বংসী বোলিংয়ে জয় দিয়ে শুরু ঢাকা বিভাগের
ঢাকা, ২৫ মার্চ ২০২১ (বাসস) : বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বোলিং নৈপুণ্যে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরের প্রথম রাউন্ডে প্রথম স্তরের ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করলো ঢাকা বিভাগ। রংপুর বিভাগকে ৮০ রানে হারিয়েছে ঢাকা। প্রথম ইনিংসে ৮৯ রানে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৬ উইকেট নেন অপু।
বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে রংপুরকে জিততে ২৬৪ রানের টার্গেট দেয় ঢাকা বিভাগ। জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৩৫ রান করেছিলো রংপুর। এতে ম্যাচের শেষ দিন ৮ উইকেট হাতে নিয়ে ২২৯ রান করতে হতো রংপুরকে। ব্যাট হাতে রংপুরের পক্ষে সোহরাওয়ার্দি শুভ ১২ ও মাহমুদুল হাসান ৪ রান নিয়ে উইকেটে ছিলেন।
আজ ম্যাচের শেষ দিন, অপুর স্পিন বিষে কুপোকাত হয়ে যায় রংপুর। ১৮৩ রানেই গুটিয়ে যায় রংপুরের ইনিংস। অপুর সাথে বল হাতে তাল মিলিয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইবুর রহমান, ডান-হাতি অফ-স্পিনার আরাফাত সানি জুনিয়র-সাইফ হাসান। তাইবুর ২টি, সানি-সাইফ ১টি করে উইকেট নেন।
এই ইনিংসে রংপুরের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন অধিনায়ক নাইম ইসলাম। প্রথম ইনিংসে ১১৫ রান করা নাসির হোসেনের ব্যাট থেকে আসে ১৬ রান।
ম্যাচে ১৫৩ রানে ১০ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন ঢাকা বিভাগের অপু।
বাসস/এএমটি/১৯০০/স্বব