বাসস দেশ-২৭ : ঢাবি শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিন নিবন্ধন শুরু

100

বাসস দেশ-২৭
ঢাবি- ভ্যাকসিন
ঢাবি শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিন নিবন্ধন শুরু
ঢাকা, ২৫ মার্চ, ২০২১ (বাসস) : বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন আজ শুরু হয়েছে।
আগামী ৩১ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে নিবন্ধন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। https://ssl.du.ac.bd/studentlogin লিংকে গিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
যেসব শিক্ষার্থী ইতোমধ্যে ইমেইল আইডি (ইন্সটিটিউশোনাল ইমেইল) পেয়েছেন, তারা ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর ড্যাসবোর্ড থেকে এই ভ্যাকসিনের জন্য নিবন্ধন করা যাবে।
নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ তথ্যই তাদের প্রোফাইল থেকে চলে আসবে।
যেসব শিক্ষার্থী এখনও এই ইমেইল আইডি সংগ্রহ করেননি, তাদেরকে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করতে হবে।
যাদের ইমেইল আইডি নেই, তাদের দেওয়া তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে পাঠানো হবে। ইন্সটিটিউটিউশনাল আইডি সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের নিজ বিভাগ/ইনস্টিটিউটের ‘ইমেইল এ্যাডমিন’ -এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাসস/ সবি/এসএস/১৭০৩/এএএ