বাসস দেশ-১৫ : ফেনীতে গণহত্যা দিবসে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ

105

বাসস দেশ-১৫
গণহত্যা দিবস
ফেনীতে গণহত্যা দিবসে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ
ফেনী, ২৫ মার্চ ২০২১ (বাসস) : আজ বৃহস্পতিবার ২৫ মার্চ গণহত্যা দিবসে সকাল সাড়ে ৯টায় ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেছে ফেনী জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এসময় একে একে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, কলেজ অধ্যক্ষ অধ্যাপক বিমল কান্ডি পাল এবং বিভিন্ন সংগঠন।
এরপর ফেনী জেলা প্রশাসন ও ফেনী সরকারি কলেজের আয়োজনে আলোচনা সভায় অংশ নেন উক্ত ব্যক্তিরা।
সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস তরুণ প্রজন্মকে বারবার জানতে গুরু ত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, পৃথিবীর ৫ টি হত্যাকান্ডের মধ্যে এ দিবসের হত্যাকান্ড একটি। সেদিনে ইতিহাস অত্যন্ত বর্বর ্র।
বিশেষ অতিথির বক্তব্য পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বলেন, স্বাধীনতার সংগ্রামের ইতিহাস, গণহত্যা দিবসের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে বারবার পৌঁছাতে হবে।
অধ্যক্ষ বিমল কান্তি পালের সভাপতিত্বে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আফরোজা আফসানার সঞ্চালনায় সভায় আরও
বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজ উপাধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন প্রমুখ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম জাকারিয়া,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাঈনুল ইসলাম সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,পুলিশ প্রশাসনের কর্মকর্তা, ফেনী সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪৪০/নূসী