বাসস দেশ-৫ : জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপনে আলোচনা

141

বাসস দেশ-৫
বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ
জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপনে আলোচনা
জয়পুরহাট, ২৫ মার্চ, ২০২১ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক আলোচনা ও দেশাত্মবোধক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখা যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। গণহত্যা ও স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন পেক্ষাপট তুলে ধরে আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন এ্যাড: মোমিন আহমেদ চৌধুরী জিপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সভাপতি আমিনুল হক বাবুল, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক গোলাম হক্কানী, সদস্য সচিব নন্দলাল পার্শী, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন , বীরমুক্তিযোদ্ধা আফসার আলী প্রমূখ।
আলোচনা শেষে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার শিল্পীরা মুক্তিযুদ্ধের সময় পরিবেশিত দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। বাংলা ছাড়ো কবিতা আবৃত্তি করেন মোস্তাহেদ ফাররোখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১০৪০/নূসী