বাসস ক্রীড়া-১০ : রাজশাহীর প্রয়োজন ১৩৬ রান, চট্টগ্রামের দরকার ৫ উইকেট

89

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-এনসিএল
রাজশাহীর প্রয়োজন ১৩৬ রান, চট্টগ্রামের দরকার ৫ উইকেট
ঢাকা, ২৪ মার্চ, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরের প্রথম রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে জিততে আগামীকাল শেষ দিনে আরও ১৩৬ রান করতে হবে রাজশাহী বিভাগকে। চট্টগ্রামের দরকার ৫ উইকেট।
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি জিততে রাজশাহীকে ২৮৩ রানের টার্গেট দেয় চট্টগ্রাম। জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৪৭ রান করে রাজশাহী।
দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৪৩ রান করেছিলো চট্টগ্রাম। বাকী ৫ উইকেটে আরও ১০৪ রান যোগ করে অলআউট হয় চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন উইকেটরক্ষক ইরফান শুক্কুর। রাজশাহীর ফরহাদ রেজা-তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয় ৩টি করে উইকেট নেন।
২৮৩ রানের লক্ষ্যমাত্রা পেয়ে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেনি রাজশাহীর ব্যাটসম্যানরা। দুই ওপেনার তানজীদ হাসান ২৮, অধিনায়ক জহিরুল ইসলাম-হৃদয় ২৩ রান করে করেন। হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে অপরাজিত আছেন জুনায়েদ সিদ্দিকী। তার সাথে ১৪ রানে অপরাজিত ফরহাদ। চট্টগ্রামের ইরফান হোসেন ২টি উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে চট্টগ্রাম ২৮৭ ও রাজশাহী ১৫২ রান করে।
বাসস/এএমটি/১৯০০/স্বব