চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত

203

চট্টগ্রাম, ২৪ মার্চ, ২০২১ (বাসস) : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা ও ছাদ ঢালাইয়ের সময় ছিটকে পড়ে ৩জন নিহত হয়েছে। বুধবার চট্টগ্রামের সীতাকু- উপজেলা ও নগরীর চন্দনপুরা এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- উপজেলার বাড়বকু-াধীন পিএইচপি ইউটার্ন মোড়ে একটি লরির (চট্ট মেট্রো ঢ- ৮১-৩৬০৪) সাথে চট্টগ্রামগামি একটি মাল বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-২০-৯৭৮৩) সংঘর্ষ হলে ট্রাকে থাকা দু’জনেই ঘটনাস্থলে মৃত্যুবরন করেন।
নিহতরা হলেন, ট্রাকচালক মো. মাহবুব, সে নওগা জেলা সদর দৌগাছি এলাকার মো. মোতালেবের পূত্র। এছাড়া উক্ত ট্রাকের হেলপার মো. হাবীব একই এলাকার বানগাও, শান্তারহাটের মো. সেলিম এর পূত্র। সীতাকু- থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে বুধবার সকালে দিকে নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় ইসলামী ব্যাংক লিমিটেডের একটি ভবনে ছাদ ঢালাই কাজের জন্য মিকশ্চার মেশিন ছাদে ওঠানোর সময় ছিটকে পড়ে মো. জসিম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন চান্দাই জাইল্লা পাড়ার বাসিন্দা। এসময় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আহত ২ শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আপরজনকে হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।