বাসস দেশ-২০ : কুমিল্লায় মাস্ক না পরায় ৯ জনের জরিমানা

80

বাসস দেশ-২০
মাস্ক-সচেতনতা-জরিমানা
কুমিল্লায় মাস্ক না পরায় ৯ জনের জরিমানা
কুমিল্লা (দক্ষিণ), ২৪ মার্চ, ২০২১ (বাসস) : করোনাভাইরাস প্রতিরোধে জেলার চান্দিনা উপজেলায় মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুর ২টায় চান্দিনা বাজারে এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ।
চান্দিনা উপজেলা নিবার্হী কর্মকর্তা বাসসকে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরা নিশ্চিত করতে উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের মুখে মাস্ক না থাকায় ৯ জনের কাছ থেকে ১৪ শত টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় চান্দিনা থানার এএসআই রিয়াজুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৫১০/কেজিএ