বাসস দেশ-১৭ : নওগাঁ শহরের সড়ক ফোরলেন করার পরিকল্পনা গ্রহণ

102

বাসস দেশ-১৭
ফোরলেন-পরিকল্পনা
নওগাঁ শহরের সড়ক ফোরলেন করার পরিকল্পনা গ্রহণ
নওগাঁ, ২৪ মার্চ, ২০২১ (বাসস) : জেলা শহরের অভ্যন্তর ৮ সহ মোট সাড়ে ১৬ কিলোমিটার সড়ক ফোরলেন করার পরিকল্পনা গৃহিত হয়েছে। শহরের সান্তাহার চারমাথা থেকে নওগাঁ-রাজশাহী সড়কের চৌমাশিয়া মোড় (নওহাটার মোড়) পর্যন্ত এই সাড়ে ১৬ কিলোমিটার সড়ক নির্মাণে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার কোটি টাকা।
নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান জানিয়েছেন, এই প্রকল্পে ছোট যমুনা ও তুলশীগঙ্গা নদীর ওপর দু’টি ব্রিজ এবং কয়েকটি কার্লভাট নির্মাণ করা হবে।
প্রকল্প ব্যয়ের মধ্যে রয়েছে ভুমি অধিগ্রহণ, অধিগ্রহণকৃত ভূমিতে বিদ্যমান অবকাঠামোর ক্ষতিপুরণ প্রদান, সড়ক কার্পেটিং, ড্রেন নির্মাণ, বক্স কাটিং, বেসটাইপ-১, বেসটাইপ-২ এবং বালি ফিলিং।
নওগাঁ শহরের মধ্যে দিয়ে বহু পূর্বে নির্মিত একমাত্র সড়কটি ফোরলেন হলে শহরের দুর্বিসহ যানজট অনেকটাই নিরসন হবে বলে সূত্র জানিয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪৫৫/কেজিএ