জয়পুরহাটে চক্ষু শিবির

220

জয়পুরহাট, ২৪ মার্চ, ২০২১ (বাসস) : জেলার প্রত্যন্ত অঞ্চল আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বুধবার সকাল ১০টায় বিনা মূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ”জাকস ফাউন্ডেশন’।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিনামূল্যে আয়োজিত চক্ষুশিবিরের উদ্বোধন করেন আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাহিদুল আলম বেনু। জাকস ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মো: রফিকুল ইসলাম বাদশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো: তোফাজ্জল হোসেন। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের আওতায় জাকস ফাউন্ডেশন বিনামূল্যে ওই চক্ষু শিবিরের আয়োজন করে। চক্ষু শিবির পরিচালনায় সহায়তা করে খনজনপুর মিশন চক্ষু হাসপাতাল । চক্ষু শিবিরে ১৩৪ জন অসহায় দরিদ্র চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং ২৫ জন রোগীর চোখের ছানি অপারেশন করার ব্যবস্থা করা হয় বলে জানান, জাকস ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মো: রফিকুল ইসলাম বাদশা।