জয়পুরহাটে করোনা সচেতনতায় মাঠে নেমেছে জেলা প্রশাসন

225

জয়পুরহাট ,২৪ মার্চ,২০২১(বাসস)ঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সচেতনতামূলক কর্মসূিচর অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে প্রচারাভিযান চালায় এবং মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন।
জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকায় করোনা সচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। অনুষ্ঠানে করোনা সচেতনতায় মাস্ক ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: মাছুম আহাম্মদ ভূঞা, সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি প্রমূখ। বক্তারা বলেন, মাস্ক না পরায় করোনা সংক্রমণের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে উল্লেখ করে জনসমাগম পরিহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সাধারণ মানুষকে বার বার সাবান দিয়ে হাত ধোয়ার জন্য আহবান জানানো হয়। জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী জানান, করোনার প্রথম ধাপে জেলায় করোনা আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছিল। করোনা দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেলেও গত এক সপ্তাহে নতুন করে জেলায় ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। করোনা সচেতনতামূলক অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা রোভার, স্কাউটসসহ জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।