বাসস দেশ-৩৭ : নীলফামারীর জলঢাকায় চাল বিতরণে অনিয়মে ডিলারের জরিমানা

81

বাসস দেশ-৩৭
চাল বিতরণ-জরিমানা
নীলফামারীর জলঢাকায় চাল বিতরণে অনিয়মে ডিলারের জরিমানা
নীলফামারী, ২৩ মার্চ ২০২১ (বাসস): জেলার জলঢাকা উপজেলায় আজ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের দায়ে আব্দুল জলিল নামের এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুলতানুল ইসলাম জানান, গত ১৮মার্চ তারিখে ডিলার আব্দুল জলিল ১৫ দশমিক ১২ মেট্রিক টন (৫০৪ বস্তা) চাল উত্তোলন করেন।গুদাম থেকে চাল বিক্রয়ের সময় নির্ধারিত মজুদ থেকে ১৭ বস্তা চাল কম পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন ।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, রেজিস্ট্রারের সঙ্গে চালের বস্তা মজুদের গড়মিল পাওয়ায় অনিয়মের কারণে ওই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৪১/এমকে