বাসস দেশ-৯ : জয়পুরহাট সদর উপজেলা স্কাউটসের কাউন্সিল

80

বাসস দেশ-৯
স্কাউটস কাউন্সিল-
জয়পুরহাট সদর উপজেলা স্কাউটসের কাউন্সিল
জয়পুরহাট, ২৩ মার্চ, ২০২১ (বাসস) : বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট সদর উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল সভা সদর উপজেলা পরিষদের মুজিবুর রহমান ঢালী মিলনায়তনে আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন। কাউন্সিল সভায় সদর উপজেলা স্কাউটের বাস্তবায়িত সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন সদর উপজেলা স্কাউট সম্পাদক হাসানুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্কাউট কমিশনার ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইশরাত ফারজানা। বগুড়া ও জয়পুরহাট জেলার দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তা সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন, বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার ও জেলা স্কাউটস সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথি প্রমূখ । সদর উপজেলা স্কাউটসের সার্বিক কার্যক্রমের মূল্যায়নে শাপলা কাব এ্যাওয়ার্ড , প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড ও সমাজ উন্নয়ন এ্যাওয়ার্ড অর্জনে সন্তোষ প্রকাশ করা হয়। এ ছাড়াও সমাজে সৎ, যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক তৈরি করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠনের পাশাপাশি গুণগত মান বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয় কাউন্সিল সভায়। দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় পদাধিকার বলে ওই কমিটির সভাপতি থাকবেন। সম্পাদক পদে তয় বারের মতো নির্বাচিত হয়েছেন সম্পাদক হাসানুজ্জামান , সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিককে কমিশনার নিয়োগের সুপারিশ করে কাউন্সিল।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩২৫/নূসী