বাসস দেশ-৬৩ : সিরাজগঞ্জ ও বাগেরহাটে পৃথক অগ্নিকান্ড

145

বাসস দেশ-৬৩
পৃথক-অগ্নিকান্ড
সিরাজগঞ্জ ও বাগেরহাটে পৃথক অগ্নিকান্ড
ঢাকা, ২২ মার্চ, ২০২১ (বাসস) : আজ সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি তুলা কারখানায় ও বাগেরহাটের মোংলায় পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় সিরাজগঞ্জে এক ব্যাক্তি মারা যান এবং বাগেরহাটে পুড়ে গেছে ৫টি বসত ঘর। বাসসের সংবাদদাতারা জানান-
সিরাজগঞ্জ : জেলা সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের রাণীগ্রাম আনসার ক্যাম্প সংলগ্ন তুলা কারখানায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ব্যাক্তি মারা যান। মৃত ব্যাক্তির নাম জহুরুল ইসলাম তালুকদার (৬০), তিনি খোকসাবাড়ী ইউনিয়নের গুনেরগাতী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে জহুরুল ইসলাম। এঘটনায় মোহাম্মদ হোসেন (৬৫) নামের আরেক জন শ্রমিক গুরুত্বর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শামীমুর রহমান জানান, নিহত ব্যাক্তি আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী অসুস্থ জহুরুল ইসলাম তালুকদারকে হাসপাতালে নিয়ে আসলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর আব্দুল হামিম জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, আগুন লাগার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কারণ জানা যায়নি।
বাগেরহাট : জেলার মোংলা উপজেলার ধনখালী এলাকায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫টি বসত ঘর। রান্না ঘর থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানায়।
স্থানীয়রা জানান, ধনখালী গ্রামের দুলাল মন্ডলের (৬২) বসত ঘরে সোমবার ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা গৃহকর্তা দুলাল ও তার স্ত্রী এবং ছেলে দ্রুত বাইরে বেরিয়ে যান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দুলাল মন্ডলের বাড়ির পারিবারিক উপসানলয়সহ ৫টি বসত ঘরে। স্থানীরা মোংলা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।
মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আহাদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিস থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। প্রাথমিকভাবে মনে হয়েছে ওই বাড়ির রান্না ঘর থেকেই এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। ওই বাড়িতে কাঠের চুলার পাশাপাশি গ্যাসের চুলাও ছিল।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৩৫/কেজিএ