বাসস ক্রীড়া-১১ : করোনায় আক্রান্ত সাদমান

93

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-সাদমান
করোনায় আক্রান্ত সাদমান
ঢাকা, ২২ মার্চ, ২০২১ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম। যে কারণে আজ থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসরের প্রথম রাউন্ডে খেলতে নামতে পারেননি তিনি।
দেশের বিভিন্ন ভেন্যুতে আজ থেকে শুরু হয়েছে এনসিএল’র ২২তম আসর। ঢাকা মেট্রোর হয়ে খেলার কথা ছিলো সাদমানের। আসরটি শ্রীলংকার বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতির প্লাটফর্ম।
১৯ মার্চ প্রথম করোনা পরীক্ষায় পজিটিভ হন সাদমান। এরপর লিগ শুরুর একদিন আগে, অর্থাৎ গতকালও সাদমানের দ্বিতীয় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়।
দ্বিতীয় রাউন্ডের আগে আবারো করোনা পরীক্ষা হবে সাদমানের। যদি ঐ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেই দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবেন তিনি।
এনসিএলে খেলা বেশিরভাগ খেলোয়াড়ই ভ্যাকসিন নিয়েছেন। তবে সেই তালিকায় ছিলেন না সাদমান।
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ দল
বাসস/এএমটি/১৯০০/স্বব