বাসস দেশ-৫১ : আতিকুল্লাহ খান মাসুদের প্রথম জানাজা অনুষ্ঠিত

81

বাসস দেশ-৫১
আতিকুল্লাহ-জানাজা
আতিকুল্লাহ খান মাসুদের প্রথম জানাজা অনুষ্ঠিত
ঢাকা, ২২ মার্চ, ২০২১ (বাসস) : দৈনিক জনকন্ঠের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ খান মাসুদের প্রথম জানাজা তার বাসা সংলগ্ন আল্লাহু মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
পরে তার মরদেহ জনকন্ঠ অফিসে আনা হয় এরপর বারডেম হাসপাতালের হীমঘরে মরদেহ রাখা হয়েছে।
গ্লোব-জনকন্ঠ শিল্প পরিবারের জি এম মো. নাসিমুল ইসলাম বাসসকে জানান, তার বড় ছেলে মিশাল আতিকুল্লাহ খান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি বাংলাদেশে আসার পর পরবর্তী জানাজা ও দাফন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের সদস্য মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আজ ভোর সাড়ে ৫টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আতিকুল্লাহ খান মাসুদের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।
বাসস/এমএসএইচ/১৮৩৫/কেকে