বাসস বিদেশ-৬ : তাইওয়ানে অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়ে যাত্রা শুরু

87

বাসস বিদেশ-৬
তাইওয়ান-ভ্যাকসিন
তাইওয়ানে অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়ে যাত্রা শুরু
তাইপেই, ২২ মার্চ, ২০২১ (বাসস ডেস্ক) : তাইওয়ান সোমবার করোনাভাইরাসের অ্যাস্ট্রজেনিকার টিকা গ্রহনের মাধ্যমে টিকা কর্মসূচি শুরু করেছে। ভ্যাকসিন রোল আউট নিয়ে সমস্যা কাটিয়ে ওঠার পর জনসাধারণের আস্থা বাড়াতে সোমবার দুই শীর্ষ কর্মকর্তা অ্যাস্ট্রজেনিকার শট গ্রহন করেন।
ভ্যাকসিন ব্যবহারে জায়ান্ট অ্যাংলো-সুইডিশ ফার্মাসিউটিকালটি স্থানীয় কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার পর তাইপেইয়ের একটি হাসপাতাল প্রধানমন্ত্রী সু তাসেং-চ্যাং ও স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং জ্যাবের অপেক্ষায় থাকেন।
এক টেলিভিশন লাইভ ফুটেজে ৭৩ বছর বয়সী সু কে বলতে শোনা যায়, “আমি এতে কোনো ব্যথা বা বেদনা অনুভব করছি না … আমি আশা করি সবাই আমার অবস্থা দেখে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।”
এই মাসের শুরুতে ফ্রান্স, ভেনিজুয়েলা ও ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশ অস্ট্রাজেনেকা ভ্যাকসিন ব্যবহারে রক্ত জমাট বাঁধা ও মস্তিস্কে রক্তক্ষরণ ঘটাতে পারে আশঙ্কায় এই ভ্যাকসিনের ব্যবহার অস্থায়ীভাবে স্থগিত করেছিল।
বাসস /অনু-জেজেড/১৭১৫/আরজি